১৩ হাজার বছর আগে পৃথিবীর ১০ শতাংশ জুড়ে বয়ে যায় এক আগুনঝড়

bcv24 ডেস্ক    ১১:৩৯ পিএম, ২০২২-০২-০৭    76


১৩ হাজার বছর আগে পৃথিবীর ১০ শতাংশ জুড়ে বয়ে যায় এক আগুনঝড়

ঝড়বৃষ্টি, বজ্রপাত, তুষারপাত, তুষার ঝড় ও বালু ঝড়ের কথা শুনলেও আমরা আগুন ঝড়ের কথা খুব একটা শুনিনি। ১৩ বছর আগে ভয়ানক এক আগুনঝড় বয়ে গেছে পৃথিবীর বুকে এরপরই হয় বরফযুগ। এ ঘটনা প্রমাণ করে আগুনের প্রভাব কোনো অংশে মহাপ্রলয়ের চেয়ে কম কিছু ছিল না। আরও প্রমাণ করে, মানবজাতি এরপরও টিকে গিয়েছে কোনোভাবে। তবে বিপদ শুধু সেখানেই শেষ হয়নি। আমাদের পৃথিবী নামের গ্রহটি বহু নাটকীয় রদবদলের সাক্ষী। তার কোনো কোনোটি এতই বিস্ময়কর, যা আবিষ্কারের পর বিজ্ঞানীরা অভিভূত হন।

এককালে আদি ও ঘন মহাবনে ঘেরা ছিল পৃথিবীর সিংহভাগ ভূমি। কিন্তু বনানীর এ প্রাচুর্যই জন্ম দিয়েছিল এক ভয়াবহ ঘটনার। ১২ হাজার ৮০০ বছর আগের ওই সময়ে পৃথিবীময় ছড়িয়ে পড়েছিল এক মহা-দাবানল। হঠাৎ লাগা এই অগ্নিঝড় ছিল সর্বনাশী।  উল্কাপিণ্ডের আঘাতে ডাইনোসরদের যুগেও দাবানল সৃষ্টি হয়েছিল- যা তাদের বিলুপ্তির অন্যতম কারণ। কিন্তু, প্রায় ১৩ হাজার বছর আগের মহা-দাবানলের কাছে তুচ্ছ হয়ে যায় পূর্ববর্তী ডাইনোসর যুগের অগ্নিকাণ্ড।এ আগুনের জন্য দায়ী ধূমকেতু, এর জ্বলন্ত খণ্ডগুলি প্রায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

আগুন যখন লাগে পৃথিবী তখন এক লাখ বছরব্যাপী বরফযুগের গ্রাস থেকে কেবল মুক্তি পেয়েছিল। বরফগলা ভূমিতে জন্ম নিয়েছিল সবুজের মহাসমারোহ। নতুন প্রাণবৈচিত্র্যে ভরপুর ছিল মহারণ্যগুলো। এরপর আগুন লাগা মাত্রই পুড়ে ছাই হয় বিপুল বনরাজি, ধোঁয়ার কুণ্ডলী বায়ুমণ্ডলকে ঢেকে দেওয়ায় প্রায় হাজার বছর সুর্যালোকের অভাব দেখা যায়। নেমে আসে চিররাত্রির মতো অন্ধকার। এ ঘটনা প্রমাণ করে আগুনের প্রভাব কোনো অংশে মহাপ্রলয়ের চেয়ে কম কিছু ছিল না। আরও প্রমাণ করে, মানবজাতি এরপরও টিকে গিয়েছে কোনোভাবে। তবে বিপদ শুধু সেখানেই শেষ হয়নি।

আগুনের কারণে ধোঁয়াচ্ছন্ন বায়ুমণ্ডল এক খুদে হিমযুগের জন্ম দেয়—যা পৃথিবীকে আরও হাজার বছর তীব্র শীতের চাদরে মুড়ে রাখে। ইউনিভার্সিটি অব ক্যানসাসের বিশেষজ্ঞ অ্যাড্রিয়ান মেলট বলেন, "আমাদের তাত্ত্বিক অনুমান, বড় একটি ধূমকেতু পৃথিবীর মধ্যাকর্ষণ টানে খণ্ডিত হয়ে যায় এবং বড় কিছু টুকরো পৃথিবীতে আছড়ে পরে।"

২০১৮ সালে এ ঘটনা নিয়ে লিখিত একটি গবেষণা নিবন্ধের সহ-লেখক হলেন মেলট। তিনি বলেছেন, "কার্বন ডাই-অক্সাইড, নাইট্রেট, অ্যামোনিয়া ও অন্যান্য রাসায়নিকের বিশ্লেষণ প্রমাণ করে ধূমকেতু খণ্ডের আঘাতে পৃথিবীর মোট ভূমির ১০ শতাংশ বা ১ কোটি বর্গকিলোমিটার এলাকায় আগুন লেগে যায়।"উদ্বাহু ওই অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে ২৪ জন বিজ্ঞানীর দল বিশ্বের ১৭০টি স্থানের ভূযৌগিক রসায়ন ও আণবিক গড়ন বিশ্লেষণ করেছেন। মেলটও ছিলেন সে দলে।

বিশ্লেষণের আরেকটি উৎস ছিল উদ্ভিদের পরাগায়ন। এতে আকস্মিকভাবে বিশাল অঞ্চলের পাইন বন হঠাৎ পুড়ে সেখানে পপলার গাছের বন সৃষ্টির বিষয়টি উঠে আসে। পপলার যেহেতু বিরান ভূমিতে সহজে জন্মায়- তাই এমন বন সৃষ্টির ঘটনাও ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ইঙ্গিতবহ। ১৩ হাজার বছর পরও আগুনের জন্য দায়ী প্রকাণ্ড ধূমকেতুটির খণ্ডিত অংশ সৌর জগতে ভেসে বেড়াচ্ছে বলেও ধারণা করছেন বিজ্ঞানীরা। ধূমকেতু ও উল্কাপিণ্ডে বিজ্ঞানীরা এর আগে প্ল্যাটিনাম ধাতুর উচ্চ ঘনত্ব লক্ষ করেছেন, হিমবাহে আটকা ১৩ হাজার বছর আগের বাতাসেও পাওয়া গেছে প্ল্যাটিনাম সমৃদ্ধ ধূলিকণার উপস্থিতি।

একইসাথে, তারা বিপুল পরিমাণ জৈবিক উপাদান পুড়ে যাওয়ার প্রমাণ হিসেবে ধুম্রকণার উপাদান- অ্যামোনিয়াম, নাইট্রেট ইত্যাদি পেয়েছেন।   বিজ্ঞানীরা জানান, আগুনের পর ঠাণ্ডা আবহাওয়ার কারণে হিমবাহগুলো আবার পৃথিবীর বিপুল ভূমিকে আচ্ছাদিত করে। ওই সময়ের মানুষকে এসব দুঃসহ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বাঁচতে শিখতে হয়েছিল। তবে কমে যায় জনসংখ্যা। মেলট বলেন, "কম্পিউটার সিম্যুলেশন ইঙ্গিত দিচ্ছে এ ঘটনায় বায়ুমণ্ডলের ওজন স্তরও ক্ষয়ে যায়। ফলে ত্বকের ক্যান্সারসহ বিভিন্ন রোগব্যাধী অনেকগুণ বেড়ে যায়।"


বিজ্ঞানীদের তত্ত্ব অনুসারে, ধূমকেতুর আঘাত ও তার ফলে সৃষ্ট অগ্নিঝড়ই ছিল 'ইয়ঙ্গার ড্রাইস পিরিয়ড' বলে পরিচিত একটি যুগের জন্য দায়ী। (পৃথিবীর প্রাচীন ইতিহাসের বিচারে) স্বল্পস্থায়ী এই সময়ে সমুদ্রস্রোতে পরিবর্তন আসার কথাও ধারণা করা হয়।
 অবশ্য সব বিজ্ঞানী ধূমকেতুর আঘাতে মহা-দাবানলের তত্ত্বে বিশ্বাস করেন না। তবে ২০১৭ সালে তুরস্কে আদিম মানুষের আঁকা কিছু গুহাচিত্র আবিষ্কার হয়, যেখানে মহাজাগতিক কোনো বস্তুর আঘাতে ভয়াবহ দুর্যোগের ছবি পাওয়া গেছে। গবেষণায় যুক্ত বিজ্ঞানীরা এসব চিত্রকে ঐতিহাসিক প্রমাণই বলেছেন।


রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

টুইটার অ্যাকাউন্ট মুছবেন যেভাবে

টুইটার অ্যাকাউন্ট মুছবেন যেভাবে

bcv24 ডেস্ক

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে মা... বিস্তারিত

প্রধানমন্ত্রী: মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানান

প্রধানমন্ত্রী: মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানান

bcv24 ডেস্ক

বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যেসব সবজি সহজলভ্য সেটা দিয়ে খেলেই হয়। আমরা তো তাই খাই। বেগুনি না বা... বিস্তারিত

জামিনে কারামুক্ত ইভ্যালির শামীমা

জামিনে কারামুক্ত ইভ্যালির শামীমা

bcv24 ডেস্ক

আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন।ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত